পাইথন ও মেশিন লার্নিং প্রশিক্ষণ নিলো সিইউবির শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইইই আন্তর্জাতিক কার্নিভালের অংশ হিসেবে চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইইই বিভাগের শিক্ষার্থীরা তিনদিন ব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছে।

পাইথন ও মেশিন লার্নিংয়ের উপর প্রথম দুটি সেশন আয়োজন করা হয়। চুয়েট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক অভিষেক দাস শিক্ষার্থীদের পাইথনের সাথে পরিচয় করিয়ে দেন।

পরবর্তী ধাপে পাইথনের সাথে মেশিন লার্নিংয়ের পরিচিতি এবং প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন চুয়েট ইটিই বিভাগের আরেক শিক্ষক ইফতেখার হোসেন। এ সময় সেশন সমাপ্তিতে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

আয়োজন শেষে ইইই কার্নিভালের সভাপতি অধ্যাপক ড. শাহরুখ আদনান খান, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েটের পরিচালক অধ্যাপক ড. এম মশিউল হককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //