এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ২৫ হাজার, বহিষ্কার ২৯

এইচএসসি বা সমমান পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলা ২য় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার (১৩ নভেম্বর)।

পরীক্ষার চতুর্থ দিন দেশের ৯টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৬৩৯টি কেন্দ্রে ১১ লাখ ৭৮ হাজার ৪৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ হাজার ৭২৪ জন অনুপস্থিত ছিলেন। অপরদিকে বহিষ্কার হয়েছেন ২৯ জন।

রবিবার সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

১.ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ২ লাখ ৭৩ হাজার ৭০ পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত এবং ৫ জন বহিষ্কার হয়েছেন। 

২. রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১টি কেন্দ্রে মোট ১২ লাখ ৪৬ হাজার ৩১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এদের মধ্যে ২ হাজার ৩৩৪ জন অনুপস্থিত এবং ২ জন বহিষ্কার হয়েছেন। 

৩. কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৯২টি কেন্দ্রে মোট ৮৬ হাজার ১৯০ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৯০৭ জন অনুপস্থিত এবং ২ জন বহিষ্কার হয়েছেন।

৪. যশোর শিক্ষা বোর্ডে ২২৮টি কেন্দ্রে মোট ৯৯ হাজার ২২২ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২ হাজার ১৪ জন অনুপস্থিত এবং ১ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

৫. চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১১১টি কেন্দ্রে মোট ৮৭ হাজার ৮৬১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২ হাজার ৩৭৭ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হয়েছেন।

৬. সিলেট শিক্ষা বোর্ডে ৮৬টি কেন্দ্রে মোট ৬৫ হাজার ৪৬১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৯৯৩ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হয়েছেন। 

৭. বরিশাল শিক্ষা বোর্ডে ১২৫টি কেন্দ্রে মোট ৬১ হাজার ১৩৩ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ২৯ জন অনুপস্থিত এবং ৪ জন বহিষ্কার হয়েছে। 

৮. দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২টি কেন্দ্রে মোট ৯৬ হাজার ৭০০ পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৮৭১ জন অনুপস্থিত রয়েছেন। এছাড়া ৩ জন বহিষ্কার হয়েছেন। 

৯. ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৮৯টি কেন্দ্রে মোট ৬২ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৯০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। এদের মধ্যে ১ জন বহিষ্কার হয়েছেন।

সাধারণ নয়টি বোর্ডে ১ হাজার ৫১৯টি কেন্দ্রে  ৯ লাখ ৬৮ হাজার ৮১৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ১৭ হাজার ৯৪ জন অনুপস্থিত ছিল। এর হার ১ দশমিক ৭৬ শতাংশ। আজকের পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মোট ২০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৪৮টি কেন্দ্রে মোট ৯২ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৫ হাজার ৪৬৬ জন অনুপস্থিত এবং ৫ জন বহিষ্কার হয়েছেন।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৭২টি কেন্দ্রে মোট ১ লাখ ১৭ হাজার ৪০০ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ১৬৪ জন অনুপস্থিত এবং ৪ জন বহিষ্কার হয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //