পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। তার মধ্যে ছাত্রীদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন ও ছাত্রদের মধ্যে ১ লাখ ২১ হাজার ১৫৬ জন জিপিএ-৫ পেয়েছে। 

আজ সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে ধরেন ধরেন শিক্ষামন্ত্রী। 

তিনি বলেন, এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে ছেলেদের পাসের হারের চাইতে মেয়েদের পাসের হার বেশি। মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৭১ শতাংশ ও ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। সব বোর্ড মিলে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। 

অন্যদিকে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ। তার মধ্যে ছাত্রীদের পাসের হার ৮৮ দশমিক ৪২ শতাংশ ও ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ৭৫ শতাংশ। 

নয়টি শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩ জন। ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩১ হাজার ৩০৪ জন। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পাওয়াদের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৫৯ জন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //