যশোর বোর্ডে পাসের হার ৯৫.১৭

এবছর এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে যেমন পাসের হার বেড়েছে, তেমনি বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। যশোর শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার ৯৫.১৭ শতাংশ। গতবছর যা ছিল ৯৩.০৯। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ শিক্ষার্থী; গত বছর ছিল ১৬ হাজার ৪৬১। যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ। 

আজ সোমবার ( ২৮ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে প্রেস ব্রিফিংয়ে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এই তথ্য উপস্থাপন করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, খুলনা বিভাগের ২ হাজার ৫৪৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৯৩ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। ১ লাখ ৭২ হাজার ৮৩ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৯ হাজার ৫০১জন। যাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৬১ হাজার ৩১৪জন। পাসের হার ৯৫.১৭। যশোর শিক্ষাবোর্ডের অধীনে এবছর ৫১৩ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে; অর্থাৎ শতভাগ পাস করেছে। আর শতভাগ ফেল করেছে মাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান।  

এদিকে ফলাফল পেয় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের দাবি, করোনার তিক্ততা কাটিয়ে পরীক্ষা গ্রহণের মাধ্যমে মূল্যায়ন হওয়ায় তারা বেশ খুশি।

অভিভাবকরাও সন্তানদের সাফল্যে আনন্দিত। করোনার অবসাদের মধ্যে পড়ালেখা চালিয়ে সন্তানরা ভালো ফলাফল করায় তাদের চোখে মুখে সন্তুষ্টির অভিব্যক্তি।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নে একাধিক অপশন থাকায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে লিখতে পেরেছে। এজন্য ফলাফল ভালো হয়েছে। এছাড়াও এবছর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশ্ন ব্যাংকের আওতায় বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়েছে তাই প্রশ্ন নিয়ে কোন ভীতি ছিল না। ফলে এ বছরের ফলাফল অনেক ভালো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //