নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৪:০৮ পিএম
আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩, ০৪:১০ পিএম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) তিনটি অঞ্চলে নতুন উপপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৩ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-১) সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক এ.এস.এম আব্দুল খালেককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের উপপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে।
খুলনার জেলা শিক্ষা কর্মকর্তা খোঃ রুহুল আমীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে। আর বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামানকে বদলি করা হয়েছে খুলনার জেলা শিক্ষা কর্মকর্তার পদে।
জনস্বার্থে জারি করা এ আদেশ শিগগিরই কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নতুন উপপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh