অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৬৮৬ জন

৬৮৬ জন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। সহযোগী অধ্যাপক পদের এসব কর্মকর্তাদের ২০২৫ সালের জাতীয় বেতন স্কেলে ৫০০০০-৭১২০০ টাকা বেতনক্রমে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল সোমবার (২০ মার্চ) রাতে এ নিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, কর্মকর্তাদের আবশ্যিকভাবে তাদের পিডিএস লগইন করে অবমুক্ত ও যোগদান করতে হবে। ইনসিটু বা সংযুক্ত কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে সংযুক্ত কর্মস্থলের নির্ধারিত বেতন ও অন্যান্য ভাতা পাবেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এসব কর্মকর্তার পদোন্নতি আটকে থাকায় তারা পদোন্নতির দাবি জানিয়ে আসছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //