এবার আন্দোলনে নামছে মাদারাসা শিক্ষকরা

জাতীয়করণসহ ৭ দফা দাবিতে আগামী ২৮ মে (রবিবার) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষিক সমিতি।

আজ রবিবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি শেষে এ ঘোষণা দেন তারা।

তাদের দাবিগুলো হলো- বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীকরণ; প্রাথমিক শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষার্থীদের উপ-বৃত্তিসহ সব সুযোগ-সুবিধা প্রদান; মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলোকে অবিলম্বে কোড নাম্বারে অন্তর্ভুক্ত করা; প্রাথমিক শিক্ষকদের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা; প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় চতুর্থ শ্রেণির পদ সৃষ্টি করা; প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে স্থায়ী রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা; প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর ভৌত অবকাঠামো নিশ্চিত করা।

অবস্থান কর্মসূচিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা জানান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ১৯৭৮ অডিনেন্স ১৭ (২) ধারা অনুযায়ী মাদরাসা শিক্ষা বোর্ডের শর্ত পূরণ সাপেক্ষে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। রেজিষ্ট্রেশন হওয়ার পর শিক্ষা মন্ত্রনালয়ের বিধি অনুযায়ী এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ১৯৯৮ সালে রেজিস্ট্রার বেসরকারি প্রাতমিক ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিগত সরকারের সময়ে ধাপে ধাপে বেতন বাড়তে বাড়তে ২০১৩ সালে বর্তমান সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করে।

তারা আরও জানান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একই সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করেন। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২২ থেকে ৩০ হাজার টাকা বেতন পেলেও ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা তেমন কোনো বেতন পান না। ১ হাজার ৫১৯টি ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষকরা আড়াই হাজার টাকা, সহকারী শিক্ষক ২ হকজা ৩০০ টাকা পান। বাকি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত মাদরাসার শিক্ষকরা ৩৭ বছর ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত। তাই আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণসহ ৭ দফা দাবি জানাচ্ছি।

শিক্ষকরা বলেন, গত ১২ অক্টোবর আমাদের দাবির কথা শিক্ষামন্ত্রীর কাছে পেশ করলে তিনি ২ মাসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। কিন্তু এরপর ৪ মাস অতিবাহিত হলেও আমাদের দাবি আজও বাস্তবায়িত হয়নি। তাই আজকে আমরা আমাদের দাবির প্রেক্ষিতে অবস্থান কর্মসূচি পালন করছি।

এ সময় তারা দাবি পূরণ না হলে আগামী ১০ মে থে ২৫ মে পর্যন্ত সব জেলার স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি আগামী ২৮ মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আহসান হাবিবের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ বশির উল্লাহ আতাহারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হক আনছারী, মাওলানা জহুরুল আলম প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //