এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, রাস্তায় আন্দোলনের নামে শিক্ষার্থীরা যে সময় নষ্ট করছে; সে সময়টা পড়ায় মনোযোগ দেওয়া দরকার। পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট)  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই মন্তব্য করেন তিনি।  

এদিকে, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় চলতি মাসে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবি নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে কিছু শিক্ষার্থী। 

আজ দুপুর ১২টার দিকে রাজধানীর বকশিবাজারে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন কিছু সংখ্যক এইচএসসি পরীক্ষার্থী।

শিক্ষার্থীদের দাবি, আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলমান ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। দুই মাস পরীক্ষা পেছানো হোক, না হলে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক। এসময় আইসিটি পরীক্ষা না নেওয়ার দাবিও জানানো হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //