সাত কলেজের শিক্ষার্থীদের গণ-অনশন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এক দফা দাবিতে গণ-অনশন করছে। সিজিপিএ’র শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে এ অনশন করছে তারা।

আজ রবিবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে গণ-অনশন শুরু হয়।

শিক্ষার্থীদের দাবি, নির্ধারিত জিপিএ বা সিজিপিএ শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে। দাবি আদায় না হলে আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তাদের অভিযোগ, সাত কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এর মধ্যে ঢাবির রেজিস্ট্রার ভবনে সেবা দেওয়া হচ্ছে সনাতনী পদ্ধতিতে। আর ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের এখনও বাঁকা চোখে দেখা হয়। বার বার আমাদের বলা হচ্ছে মিটিং মিটিং। কিন্তু কবে মিটিং শেষ হবে জানি না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সংবাদমাধ্যমকে বলেন, আমি বরাবরই শিক্ষার্থীবান্ধব। তাদের কথা রেখে এতদিন চলেছি। এখন আমাদের ঢাবির নিয়মে চলতে হবে। আমরা শিক্ষার মানোন্নয়ন চাই। সাত কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো শুনেছি। আমরা এ নিয়ে একটা মিটিং করব। মিটিংয়ের পর বিস্তারিত জানাতে পারব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //