নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে এবং ঢাকা ব্যাংক লিমিটেডের সৌজন্যে ১২ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে এনডিইউ বিসিএসই ফেস্ট।
গতকাল শনিবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এক বিশেষ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের পর্দা নামে।
বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিলো প্রোগ্রামিং প্রতিযোগিতা, স্টেম অলিম্পিয়াড, ভিডিওগ্রাফিক প্রতিযোগিতা, প্রজেক্ট শো, আইডিয়াথন প্রতিযোগিতা। বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ এ আয়োজনকে সার্থক করে তোলে। আয়োজনের শেষ দিন ছিল টেক টক এবং এর বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য ড. নোভা আহমেদ।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলো পত্রিকার যুব কর্মসূচির প্রধান মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি. এম. মইনুল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর। বক্তারা, বলেন ক্লাস রুমের পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমন আয়োজন প্রশংসনীয়।
এই সুন্দর আয়োজনটির সমাপ্তি ঘটে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh