রয়েল ইউনিভার্সিটিতে শেখ রাসেল দিবস পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। আজ বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা স্থায়ী ক্যাম্পাসে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকার রেজিস্ট্রার ড. জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর জি ইউ আহসান।

ড. আহসান বলেন, শেখ রাসেল বিশ্বে অধিকার ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতীক হিসেবে সবার মাঝে বেঁচে থাকবেন। শহীদ রাসেলকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা বঙ্গবন্ধুর উত্তরাধিকারদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।

ড. জামিল আহমেদ বলেন, কোনো শিশুই যাতে রাসেলের মতো নৃশংসতার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। পৃথিবীর সকল শিশুকে নিরাপদ ও আনন্দময় পরিবেশে ভালোবাসার মাঝে বেড়ে উঠার সুযোগ তৈরি করে দিতে হবে। শেখ রাসেল দিবসে এই হোক আমাদের প্রত্যাশা।

সভায় আরও বক্তব্য দেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, বাণিজ্য অনুষদের ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ শাহীদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর রফিক উল্লাহ, প্রক্টর মলয় সরকার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জোহরত আরা ও কোর্স কো-অর্ডিনেটর মালোবিকা মজুমদার, প্রভাষক ওবায়দুর রহমান প্রমুখ।

আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীত এবং শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা ও সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শহীদ শেখ রাসেলের জীবনী আলোচনার পাশাপাশি কবিতা আবৃত্তি করা হয়। আবৃত্তিতে অংশগ্রহণ করেন- তাসনিম ক্রোরি, ইংরেজি বিভাগের লেকচারার ইউকি বড়ুয়া ও একটি স্বরচিত ছড়া আবৃত্তি করেন সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকী।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেলসহ সকল শহীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //