বেসরকারি শিক্ষক-কর্মচারীদের গ্রেড, এমপিওভুক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত

বেসরকারি স্কুল-কলেজের ৫ হাজার ৮৪৮ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। তাদের মধ্যে রয়েছেন স্কুলের ৫ হাজার ২৯১ জন এবং কলেজের ৫৫৭ জন শিক্ষক-কর্মচারী।

গত ১৬ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় তাদের উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, উচ্চতর গ্রেড পেতে যাওয়া শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২১৯ জন, চট্টগ্রামের ১৮০, কুমিল্লার ২৩২, ঢাকার ৫৫৩, খুলনার ৯৪১, ময়মনসিংহের ৬০৬, রাজশাহীর ৭৯৬, রংপুরের এক হাজার ৬০১ এবং সিলেটের ১৬৩ জন রয়েছেন।

উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৫৫৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৩, চট্টগ্রামের ১৯, কুমিল্লার ৩৯, ঢাকার ৬৬, খুলনার ৫২, ময়মনসিংহের ৫২, রাজশাহীর ২১৩, রংপুরের ৭১ ও সিলেট অঞ্চলের ২২ জন রয়েছেন।

এমপিও কমিটির এ সভায় পৌনে ৯ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত ও ৫৪৫ স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //