নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন সহজ করার পক্ষে শিক্ষামন্ত্রী

বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন সহজবোধ্য করার বিষয়ে সুপারিশ দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে এনসিটিবিতে পরীক্ষা ও মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। তারপর তিনি এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতির বিষয়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত যে অভিজ্ঞতা হবে, সেটার পাশাপাশি তথ্য–উপাত্ত পর্যালোচনা করতে বলেন। তার ভিত্তিতে বিস্তারিতভাবে খতিয়ে দেখে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মূল্যায়ন সহজবোধ্য করার বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশ করতে এনসিটিবিকে বলেন তিনি।

এনসিটিবির একটি সূত্র জানিয়েছে, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন ব্যবস্থাটি যাতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা খুব সহজেই বুঝতে পারেন, সে বিষয়ে সুপারিশ করতে বলেছেন শিক্ষামন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন এনসিটিবির চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক এম তারিক আহসান প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //