গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

গোপালগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে ডেঙ্গু, পুষ্টি ও ব্যক্তিগত স্বাস্থ্য সচেতন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গার্লস গাইডস্ এসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ সোমবার (১০জুন) বিকেলে শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার।  

বাংলাদেশ গার্লস গাইডস্ এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার কমিশনার নাসিমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার ও বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশন, গোপালগঞ্জের স্থানীয় কমিশনার সুতপা ঘটক।

এসময় উপজেলা সাস্থ্য অফিসের মেডিকেল অফিসার নাদিরা খানম, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহে আলম, বাংলাদেশ গার্লস এইড এসোসিয়েশনের সদস্য পুষ্পরানী মালাকর, রঘুনাথপুর দীননান উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম দিবস ও শিশু দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //