‘পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি’ বাতিলের প্রতিবাদ লেখক শিবিরের

জাতীয় পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের প্রতিবাদ জানিয়েছে বাঙলাদেশ লেখক শিবির। সংগঠনের অর্থ সম্পাদক সাজ্জাদ সুমন স্বাক্ষরিত সংবাদ বিবৃতিতে রবিবার (৬ অক্টোবর) এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনও সরকারের মধ্যে অবস্থান করছে।

বাঙলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক কাজী ইকবাল বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সময় প্রকাশিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও সময়োপযোগী করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত ১৫ সেপ্টেম্বর ১০ সদস্যের ‘পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি’ গঠন করেছিল।

সেই কমিটির দুজন সদস্য অধ্যাপক কামরুল হাসান মামুন ও অধ্যাপক সামিনা লুৎফা সম্পর্কে দেশের প্রতিক্রিয়াশীল ও মতলববাজ ধর্মীয় গোষ্ঠী মিথ্যা ও মনগড়া অভিযোগ তুলে। সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একপেশে ও স্বেচ্ছাচারী কায়দায় সেই কমিটিকে বাতিল করে দেয়। কমিটির এই দুইজন সদস্যসহ অন্যরা নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ, বিজ্ঞানমনস্ক এবং বস্তুনিষ্ঠ চিন্তার ধারক। 

বিবৃতিতে বলা হয়, অতীতে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে ‘বামপন্থী’ নামধারী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হেফাজতে ইসলামীর সুপারিশ মেনে নিয়ে পাঠ্যপুস্তক প্রকাশ করেছিলেন। ‘পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি’ সেসব পাঠ্যপুস্তক যেন সংশোধন ও সময়োপযোগী করতে না পারে মতলববাজ গোষ্ঠীটি সেটিই চায়।

বিবৃতিতে লেখক শিবির আরও বলে, ৫ আগস্ট এর গণঅভ্যুত্থানের মহান বিজয় অর্জিত হওয়ার পরও হাসিনার ফ্যাসিবাদী সরকারের প্রেতাত্মারা এখনও সরকারের মধ্যে অবস্থান করে তাদের গণবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই ঘটনার মধ্যদিয়ে সেটি প্রকাশ পেল। বাঙলাদেশ লেখক শিবির বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি’ বাতিলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে আগের কমিটি পুনর্বহালের জোর দাবি জানাচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh