হাসিনা বাদ, শহিদ আবু সাঈদের গল্প যুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

আগামী বছরের নতুন পাঠ্য বইয়ে যুক্ত হতে পারে ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের অধ্যায়। সেই সঙ্গে পুলিশের গুলিতে মারা যাওয়ার আবু সাঈদের নামে একটি নতুন গল্প যুক্ত করার কথাও ভাবছে এনসিটিবি।

এদিকে, পাঠ্যবই থেকে বাদ যাবে পেছনের প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি। সেখানে যুক্ত হতে পারে জুলাই বিপ্লবের ছবি ও গ্রাফিতি। একই সঙ্গে ইতিহাসনির্ভর বিষয়েও অনেক পরিবর্তন আনা হতে পারে। 

এসব বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘পাঠ্য বই থেকে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বাদ যাচ্ছে।’

‘একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে অধ্যায় যুক্ত করার বিষয়টি আলোচনায় আছে। এ নিয়ে সবাই একমত পোষণ করেছেন।‌ তবে এখনো চূড়ান্ত হয়নি। সে জন্য মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন পড়বে। তবে অভ্যুত্থানের কিছু গ্রাফিতি ইতিমধ্যে বিভিন্ন বইয়ে স্থান পেয়েছে।’ 

এনসিটিবি চেয়ারম্যান বলেন, ‘কিছু বই ছাপানোর কাজ পেয়েছিল ভারতীয় প্রতিষ্ঠান। সমালোচনা হওয়ায় তাদের বাদ দিয়ে দেশি ছাপাখানাগুলোকে বই ছাপার দায়িত্ব দেওয়া হয়েছে।’

অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘২০১২ সালে প্রণীত শিক্ষাক্রমের আলোকে আগামী বছরের পাঠ্য বই পরিমার্জনে কাজ করছে এনসিটিবি ‘

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh