নার্সিং নিয়ে পড়তে চাইলে

নার্সিং পেশার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। দিন দিন এই পেশার জনপ্রিয়তা আরো বাড়ছে। তাই যারা নার্সিংয়ে পড়তে চান, তাদের জন্য থাকছে দরকারি তথ্য।

বিএসসি ইন নার্সিং (চার বছর) কোর্সটি শুধু বিজ্ঞান বিভাগ থেকে করা যাবে। সে ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয় মিলে সর্বনিম্ন সাত এবং আলাদাভাবে জীববিজ্ঞান বিষয়ে তিন পয়েন্ট থাকতে হয়। অন্যদিকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (তিন বছর) কোর্সটি করতে এসএসসি ও এইচএসসি সনদ দরকার হয়। যেকোনো বিভাগ থেকে কোর্সটি করা যায়। সে ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয় মিলে সর্বনিম্ন ছয় পয়েন্ট থাকতে হবে।

কোথায় ভর্তি হওয়া যায়

নার্সিং পড়ার জন্য বাংলাদেশে সরকারিভাবে ৬৮টি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া বেসরকারি অনেক নার্সিং কলেজ ও ইনস্টিটিউট রয়েছে। ঢাকায় জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান থেকে এমএসসি (স্নাতকোত্তর) নার্সিং কোর্স করা হয়। নার্সিং কোর্স করার জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সাধারণত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় পত্রিকা ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে থাকে। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। এরপর মেধাক্রম ও পছন্দ অনুযায়ী সরকারি নার্সিং কলেজের নির্ধারিত আসনে ভর্তি হওয়া যায়। কেউ সরকারিতে চান্স না পেলে বেসরকারি কলেজ ও বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

দেশে উচ্চশিক্ষা

দেশে বর্তমানে নার্সিংয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান (নিয়ানার) কুমুদিনী নার্সিং কলেজ থেকে এমএসসি নার্সিং কোর্স করা যায়। সরকারিভাবে উচ্চশিক্ষার জন্য ৯টি কলেজ ও বেসরকারি পর্যায়ে অনেক নার্সিং কলেজে এমএসসি কোর্স চালু করার প্রশাসনিক অনুমোদন রয়েছে। নার্সরা জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান (নিয়ানার) থেকে স্নাতকোত্তর করার পাশাপাশি বিএসএমএমইউর অধীনে আরো ছয়টি বিষয়ে প্রফেশনাল স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে। এ ছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) থেকেও সরকারিভাবে পাবলিক হেলথের ওপর চারটি বিষয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নার্সিং সংশ্লিষ্ট কিছু বিষয়ে নার্সদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার সুযোগ রয়েছে।

বিদেশে উচ্চশিক্ষা

বিদেশে উচ্চশিক্ষার জন্য নার্সদের অনেক সুযোগ-সুবিধা রয়েছে। সাধারণত শিক্ষার্থীরা এমএসসি, পিএইচডি ও অন্যান্য ডিগ্রি নিতে বিদেশ যান। বিদেশে পড়ার ক্ষেত্রে যে দেশে যাবেন, সেই দেশের প্রতিষ্ঠানের শর্ত পূরণের মাধ্যমে স্কলারশিপ নিয়ে যেতে পারবেন। তা ছাড়া বিভিন্ন 

কলেজে স্কলারশিপ দিলে শর্ত পূরণের 

মাধ্যমে সরকারিভাবেও উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া যায়। বর্তমানে বাংলাদেশিরা যুক্তরাজ্য, কানাডা, থাইল্যান্ড, কোরিয়া ও চীনকে উচ্চশিক্ষার জন্য বেছে নেন।

খরচ কেমন

সরকারি নার্সিং কলেজে পড়ার জন্য তেমন খরচ লাগে না। শুধু ভর্তির সময় নির্ধারিত ফি ও পরীক্ষার ফি দিতে হয়। এখানে শিক্ষার্থীদের প্রতি মাসে মাসিক বৃত্তি দেওয়া হয়। তবে বেসরকারি পর্যায়ের কলেজ ও ইনস্টিটিউটগুলোতে খরচ প্রতিষ্ঠানভেদে কমবেশি হয়ে থাকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh