নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম
তিন দফা দাবি পূরণের আশ্বাসে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে আগামীকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার পর্যন্ত ক্যাম্পাস শাট-ডাউন থাকবে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শহিদ মিনারে এ ঘোষণা দেন বোটানি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী এ কে এম রাকিব।
তিনি বলেন, ‘বুধবার মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হবে বলে আশ্বাস পেয়েছি। এ ছাড়া অস্থায়ী আবাসনের বিষয়ে আলোচনা হবে। আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নেয়া হয়েছে। তাই আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি।’
রাকিব বলেন, ‘অনশন কর্মসূচি প্রত্যাহার করলেও ক্যাম্পাস শাট-ডাউন থাকবে। আগামী বুধবারের সভার সুনির্দিষ্ট সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘কিছুক্ষণ আগে একটা চিঠি এসেছে। সেই চিঠিতে আমরা আশার আলো দেখতে পাচ্ছি দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে। ১৫ তারিখে সভা হবে, সেখানে সেনাবাহিনীকে কাজ হস্তান্তর করা হবে। বাণী ভবন ও হাবীবুর রহমান হলে স্টিল বেজ কাজের অনুমতি দেবে। আর ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতার বিষয়ে আলোচনা হবে।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে গণ পদযাত্রা শুরু করে বিকাল ৫টায় সচিবালয়ের সামনে এসে অনশন শুরু করেন জবি শিক্ষার্থীরা।
এক ঘণ্টার আল্টিমেটামের মধ্যে সংশোধিত নতুন চিঠি না আসায় তারা এ আন্দোলনে নেমেছেন। সচিবালয়ের সামনে কয়েকশ শিক্ষার্থীর অংশগ্রহণ দেখা গেছে। এ সময় শিক্ষার্থীরা ‘এক দুই-তিন-চার, ক্যাম্পাস আমার অধিকার’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে’, ‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান’সহ নানা স্লোগান দিতে থাকেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh