নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম
আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম
বাড়ানো হয়েছে ৪৭তম বিসিএসের আবেদনের সময়। স্নাতক পরীক্ষা চলমান থাকা শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে আবেদনের এ সময় বাড়িয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এক মাস বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিএসে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ।
মঙ্গলবার বিকালে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, ৩০ জানুয়ারির পরিবর্তে ৪৭তম বিসিএসের আবেদন জমার শেষ সময় ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
‘এ সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।’
তিনি বলেন, আবেদন জমার সময় বাড়ায় এ সময়ের মধ্যে বিসিএসের যোগ্যতা অর্জনের কোনো পরীক্ষায় অবতীর্ণ হওয়া প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
উল্লেখ্য, ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে গত ২৮ নভেম্বর এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
৭০০ টাকা আবেদন ফি নির্ধারণ করে এ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করা হলেও পরে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়।
অনগ্রসর জনগোষ্ঠীর প্রার্থীরা ৫০ টাকা ফি দিয়ে এ বিসিএসে আবেদন করতে পারছেন। সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সী প্রার্থীরা ৪৭তম বিসিএসে আবেদন করতে পারবে।
২৯ ডিসেম্বর সকাল থেকে ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু করে পিএসসি। http://bpsc.teletalk.com.bd/ ওয়েবসাইট থেকে বিসিএসের আবেদন ফরম পূরণ করতে পারছেন প্রার্থীরা।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা সময় হবে ২ ঘণ্টা। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর করে পাবেন প্রার্থীরা। আর ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা যাবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ৪৭তম বিসিএস আবেদন সময়সীমা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh