মেধাকে অগ্রাধিকার দিয়ে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেন হাজার হাজার শিক্ষার্থী। কিন্তু গণ অভ্যুত্থানের ৬ মাস পরেও সংস্কার হয়নি কোটা সিস্টেম। এবার ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন।
গতকাল সোমবার (২৭ জানুয়ারি) নজরুল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গণ বিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হয়। যেখানে মুক্তিযোদ্ধা কোটায় ১৭ জন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ১১ জনসহ মোট ২৮ জন ভর্তির সুযোগ পেয়েছেন। পাশাপাশি সাধারণ মেধাতালিকায় পেয়েছে ২৯ জন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ বলেন, কোটায় চান্স পেল ২৮ জন আর সাধারণ এ ২৯ জন। এই বৈষম্য আমরা মানি না। আমরা মেধার সঠিক মূল্যায়ন চাই। যোগ্য শিক্ষার্থী তার নিজের মেধা ও যোগ্যতায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবে- এটাই আমাদের চাওয়া।
উল্লেখ্য, চান্সপ্রাপ্তদের আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্ব-স্ব বিভাগে উপস্থিত থেকে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh