জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশের ৬৭১টি কেন্দ্রে এক হাজার ৯১০টি কলেজের দুই লাখ সাত হাজার ৯০৫ শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে গড় উত্তীর্ণের হার ৯১ দশমিক ৪৯ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফলাফল
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh