কমবেশি সব শিক্ষার্থীই হৃদয়ে উচ্চশিক্ষার স্বপ্ন লালন করেন। এ জন্য বিদেশযাত্রার লক্ষ্য থাকে অনেকের। যদিও এ ক্ষেত্রে খরচের বিষয়টি বেশির ভাগ শিক্ষার্থীর দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে। তবে পছন্দের দেশ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খরচের হিসাব মিলে গেলেই উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানো সহজ হয়ে যায়। পৃথিবীর বহু দেশে অপেক্ষাকৃত কম খরচে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে- থাকে স্কলারশিপের সুবিধা। অপেক্ষাকৃত কম খরচে উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে এমন পাঁচটি দেশের বিষয়ে জানা যাক।
জার্মানি
জার্মানির বেশির ভাগ প্রতিষ্ঠান রাষ্ট্রের অর্থায়নে পরিচালিত হয়। দেশটিতে ব্যাচেলর কোর্স এবং বেশির ভাগ মাস্টার্স কোর্সের জন্য সাধারণত কোনো ফি লাগে না। কিছু মাস্টার্স প্রোগ্রামে টিউশন ফি থাকলেও তা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম। শিক্ষার্থীদের শুধু সেমিস্টার কন্ট্রিবিউশন ফি দিতে হয়। এই ফি থেকে শিক্ষার্থীদের কল্যাণেই ক্রীড়া, পাবলিক পরিবহন, অনুষদ/বিভাগীয় ছাত্রসংগঠন এবং প্রশাসনিক ব্যয়ভার বহন করা হয়। এই ফি সাধারণত ১০০ থেকে ৩৫০ ইউরো হয়ে থাকে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচ সাধারণত প্রতি মাসে ৭২৫ ইউরোর মতো হয়।
তুরস্ক
প্রাচীন স্থাপত্যের জন্য তুরস্ক বিখ্যাত। এশিয়া ও ইউরোপ- এ দুই মহাদেশের স্পর্শে থাকা দেশটির শিক্ষাব্যবস্থাও নজর কাড়া। দেশটি ইউরোপীয় উচ্চশিক্ষা অঞ্চলের অংশ, অর্থাৎ বোলোগনা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। ফলে তুর্কি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রি ইউরোপে স্বীকৃতি পায়। তুরস্কের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুব সাশ্রয়ী মূল্যের। একজন শিক্ষার্থীকে সাধারণত প্রতি শিক্ষাবর্ষে ১০০ থেকে চার হাজার ইউরোর মতো খরচ করতে হয়। একজন বিদেশি শিক্ষার্থী প্রতি মাসে ৪০০ থেকে ৬৫০ ইউরো বাজেটের মধ্যে তুরস্কে থাকতে পারে।
ফ্রান্স
শিল্প-সাহিত্য ও পড়াশোনার জগতে ফ্রান্সের জয়জয়কার সেই সুদূর অতীত থেকে। বৈশ্বিক অর্থনীতি এবং সমগ্র ইউরোপীয় বাজারে ফ্রান্সের রয়েছে শক্ত ভিত। স্নাতক সম্পন্ন করার পর আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখানে বিভিন্ন খাতে আকর্ষণীয় কর্মসংস্থানের সুযোগ পাওয়ার আশা করতেই পারে। ফ্রান্সে স্নাতক স্তরে প্রতি বছর খরচ হতে পারে দুই হাজার ৭৭০ ইউরো। জীবনযাত্রার জন্য প্যারিস, নিস, লিয়ন, ন্যান্টেস, বোর্দো বা টুলুজের মতো অভিজাত শহরগুলো বাদ দিলে বাকি অন্যান্য শহরগুলোতে ৬৫০ ইউরোর মধ্যেই মাস কেটে যাবে।
নরওয়ে
জার্মানির মতো নরওয়েতেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সব আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মুক্ত। প্রতি সেমিস্টারে একজন শিক্ষার্থীকে শুধু ইউনিয়ন ফি দিতে হবে, যা ৩০ থেকে ৬০ ইউরোর মধ্যে। এর মাধ্যমে পাবলিক পরিবহন, জাদুঘর এবং সাংস্কৃতিক ইভেন্ট, স্বাস্থ্যসেবাতে বিশেষ ছাড় এবং ক্রীড়া সুবিধাসহ অন্যান্য বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। তবে নরওয়ের বড় শহরগুলোতে জীবনযাপনের জন্য একজন শিক্ষার্থীকে প্রতি মাসে গড়ে ৮০০ থেকে এক হাজার ৪০০ ইউরোর মতো খরচ করতে হবে। কিন্তু ছোট শহরগুলোতে ৮০০ থেকে এক হাজার ইউরোর মধ্যেই থাকা-খাওয়া, চলাফেরার যাবতীয় খরচ হয়ে যায়।
অস্ট্রিয়া
এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি সেমিস্টারে ২০ ইউরো ছাড়াও টিউশন ফি বাবদ গড়ে ৭২৬.৭২ ইউরোর মতো খরচ হয়। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য অস্ট্রিয়ার অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় টিউশন ফি ছাড়াই পড়ার সুযোগ দিচ্ছে। এগুলোর মধ্যে ভিয়েনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ভিয়েনা বিশ্ববিদ্যালয়, ইনসব্রুক বিশ্ববিদ্যালয়, জোহানেস কেপলার ইউনিভার্সিটি লিঞ্জ, গ্রাজ বিশ্ববিদ্যালয় এবং লিওবেন বিশ্ববিদ্যালয় অন্যতম। প্রতি মাসে ৯০০ থেকে এক হাজার ৩০০ ইউরোর বাজেটে ভিয়েনা এবং সালজবার্গে আবাসন, খাবার এবং পাবলিক পরিবহনের খরচ মেটাতে পারে একজন শিক্ষার্থী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh