মুত্যুর পর নিজ কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজাও হয়নি আরেফিন সিদ্দিকের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজনের কথা থাকলেও তা নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এই আয়োজন হওয়ার কথা ছিল ঢাকা
বিশ্ববিদ্যালয় ক্লাবে।
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’ ব্যানারে
অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও ক্লাব কর্তৃপক্ষ বলছে, “আরেফিন সিদ্দিকের সাথে ঘনিষ্ঠ
শিক্ষকরা এই উদ্যোগ নিয়েছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমরা নিরাপত্তা শঙ্কার
আভাস পেয়েছি। তখন আয়োজকদের বিষয়টি জানালে তারা এটি স্থগিত করেন।”
গত ১৩ মার্চ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আরেফিন সিদ্দিক। তার
জানাজাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়নি। আরেফিন সিদ্দিকীর সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা
বলেছিলেন জানাজা আয়োজনে ‘প্রশাসনের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি’। তবে বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ বলেছে পরিবার ক্যাম্পাসে জানাজা করতে চয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
নিয়ে ‘ভুল তথ্য প্রচার হয়েছে’।
এরকম ঘটনার পর কেন এই অনুষ্ঠান হচ্ছে না জানতে
চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানি
বলেন, “ক্লাবের পক্ষ থেকে এটি আমরা স্থগিত করিনি। আমাদের কাছে নিরাপত্তা শঙ্কার
বার্তাটি আসলে আমরা সেটি শুধু আয়োজকদের কাছে পৌঁছে দিয়েছি। তারাই এটি
বিশ্ববিদ্যালয়ের স্বার্থে স্থগিত করেছেন।”
ক্লাব সভাপতি ফজলুর রহমান বলেন, “উপাচার্যের
প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই অনুষ্ঠানের করার উদ্যোগ নিয়েছিলাম। গতকাল (বুধবার)
রাতে ক্লাব সেক্রেটারি ফোন দিয়ে আমাকে জানায় ওই প্রোগ্রামটি করা যাবে না।”
তিনি আরও বলেন, “উনাকে নাকি বিশ্ববিদ্যালয়ের
প্রক্টর মহোদয় জানিয়েছেন, এই প্রোগ্রাম হলে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, নিরাপত্তা
বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। এমনকি কোন ছাত্রসংগঠন বা ছাত্ররা এসে উচ্ছৃঙ্খল আচরণ
করতে পারে। এটি আমি কলিগদের সাথে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় যেহেতু নিরাপত্তা
নিশ্চিত করতে পারছে না তাই এটি আমরা স্থগিত করেছি।”
ক্লাব সভাপতি বলেন, “দেশের সব জায়গায় নিরাপত্তার
সমস্যা হচ্ছে। গতকাল জাতীয় পার্টির প্রোগ্রামেও হামলা হয়েছে। এখানেও যেহেতু
নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে তাই আমরা চাইনি শোক এবং আত্মার মাগফেরাতের একটি
প্রোগ্রাম সংঘাতে পরিণত হোক। তাই আয়োজক এবং ক্লাব কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তে এটি
স্থগিত করা হয়েছে।”
আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজনে নিরাপত্তার
শঙ্কা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও
তাকে পাওয়া যায়নি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh