আমার ওপর কী রাগ ওনার
সব কাজে নাক গলান তিনি
চুন থেকে পান খসলে বিপদ
মাতবরি খুব ফলান তিনি।
ইচ্ছে মতোন করলে কিছু
তপ্ত ভীষণ জ্বলেন তিনি,
হ্যান করেগা ত্যান করেগা
যখন তখন বলেন তিনি।
ভর দুনিয়ায় কখন কী হয়
মন্দ-খারাপ রটান তিনি,
সব বাবাজির মগজ-মেজাজ
আচ্ছা রকম চটান তিনি।
তোয়াজ করার ওয়াজ করেন
কথায় কথায় শাসান তিনি,
বিশ্ব মোড়ল কাজের কাজি
মুশকিলে হন আসান তিনি!
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সাহিত্য ছড়া তিনি আহাদ আলী মোল্লা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh