
প্রতীকী ছবি
লাল, নীল চিঠির শুভ্র হাসিতে, অনুরাগে, বিনা প্রেমে,
অন্তর্দৃষ্টি মেলে দেখতে ইচ্ছে করে হৃদয়ের ওপ্রান্তে,
জানালা দরজায় ভালোবাসার লেবেল ঝুলিয়ে,
বড্ড নিশ্চিন্তে ঘুমিয়ে নিতে বেড়ালের মতো করে।
খোলা ঘরে প্রেমিক পুরুষ কণ্ঠে উন্মোচিত করে,
খণ্ড খণ্ড স্মৃতিতে যেন বৃষ্টি নামে, কুয়াশা থামে,
পাওয়া না পাওয়ার উৎকণ্ঠায় প্রতিদিন বাড়ি ফেরে,
ভালোবাসার অপরাধে যেন আয়ুষ্কাল না কমে।
হ্যাঁ বা না কথার ছলে গোলাপ ঝরে গেছে কবে,
বাগিচায় শান্তি আয়োজন অনুপম ভবিষ্যতে,
শুদ্ধস্বর, শেষাবধি কবিতায় মুক্তি নতুন বছরে,
ছুঁয়ে, জীবনের বার্তা আলিঙ্গনে মানুষে মানুষে।