দেড় মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড অর্ধশত ঘর

লালমনিহাটের আদিতমারী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া দেড়মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে ৩৬টি বসতবাড়ির অর্ধশত ঘর লন্ডভন্ড হয়ে গেছে।

এছাড়া বিভিন্ন প্রজাতির গাছপালা, বিদ্যুতের তার ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শনিবার হঠাৎ ওই টর্নেডো আঘাত হানে।

আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস বলেন, উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বাদিয়া চওড়া গ্রামের উপর দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দমকা ঝড় শুরু হয়। মহুর্তের এ টর্নেডোর আঘাতে উড়ে যায় ঘরের চাল ও মূল্যবান জিনিসপত্র। ছিড়ে গেছে বিদ্যুতের তার, উপড়ে গেছে গাছপালা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উঠতি সবজি বাগানের। খোলা আকাশের নিচেই রাত পার করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর রাতেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি রবিবার সকালে বলেন, টর্নেডোর আঘাতে ৩৬টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে সাতটি পরিবার সম্পূর্ণ ও ২৯টি পরিবারের বসতবাড়ি আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

তিনি বলেন, যেসব বসতবাড়ির ঘর দুমড়ে-মুচড়ে গেছে, তাদের তালিকা করে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত তা বিতরণ করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //