পৌর নির্বাচন

বিএনপির ২৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চতুর্থ ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫২টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা পেয়েছেন ছয় লাখ সাত হাজার ৬১৮ ভোট। বিএনপির প্রার্থীরা পেয়েছেন এক লাখ ৭৩ হাজার ৩৭৮ ভোট। অবশ্য রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিল না। এ নির্বাচনে বিএনপির ২৩ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। চতুর্থ ধাপের ফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

২৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পৌরসভা নির্বাচনে বিএনপির ২৩ জন মেয়র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নিয়ম অনুযায়ী, পৌরসভা নির্বাচনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। পৌরসভাগুলো হচ্ছে — রানীশংকৈল, কালাই, বড়াইগ্রাম, তাহেরপুর, জীবননগর, চৌগাছা, বাঘারপাড়া ও বাগেরহাট। আরও রয়েছে মুলাদী, গোপালপুর, বাজিতপুর, মিরকাদিম, মাধবদী, রাজবাড়ী, নগরকান্দা, আখাউড়া, দাউদকান্দি, কচুয়া, ফরিদগঞ্জ, রামগতি, পটিয়া, চন্দনাইশ ও ত্রিশাল।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) ৫৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৪টিতে মেয়র পদে ভোট হয়। চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী  হওয়ায় সেখানে শুধু কাউন্সিলর পদে ভোট হয়। চারটি কেন্দ্র বন্ধ থাকায় নরসিংদী ও দুটি কেন্দ্র বন্ধ থাকায় শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ফল ঘোষণা করা হয়নি। তবে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ দুটি পৌরসভায় বন্ধ থাকা কেন্দ্রগুলো বাদে বাকি সব কেন্দ্রের ফল একীভূত করেছে।

ফল পর্যালোচনা করে দেখা গেছে, এসব পৌরসভায় ১৬ লাখ ১৪ হাজার ১১১টি ভোটের মধ্যে মেয়র পদে পড়েছে ১০ লাখ ৫৪ হাজার ৪৩১ ভোট, যা মোট ভোটের ৬৫ দশমিক ৩৩ শতাংশ। সবচেয়ে বেশি হারে ভোট পড়েছে বরিশালের বানারীপাড়া পৌরসভায়। ব্যালটে অনুষ্ঠিত এই পৌরসভায় ৯২ দশমিক ৬০ শতাংশ ভোট পড়েছে। অপরদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে চট্টগ্রামের পটিয়ায়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া এই পৌরসভায় ভোট পড়েছে ৪৬ দশমিক ০৭ শতাংশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //