বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যে ৭৩ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৭৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। যেসব এলাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

শনিবার (২৭ মার্চ) বিকেলে ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তালিকা প্রকাশ করেন।

এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে আটজন, সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্তু তাদের তালিকা প্রকাশ করা হয়নি।

গত বৃহস্পতিবার থেকে ইউপি নির্বাচনে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ৬৪ উপজেলার ৩৭১ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। এ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে।

জানা যায়, চেয়ারম্যান ২৮১ জন, সংরক্ষিত নারী সদস্য ৯৭ জন ও সাধারণ সদস্য পদে ৭০২ জন এবার নির্বাচন করছেন। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১ হাজার ৮০ প্রার্থী। সব মিলিয়ে প্রথম ধাপে ৩৭১ ইউপিতে তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ হাজার ১৩৭ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১ হাজার ৪২৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৪ হাজার ১৮০ ও সাধারণ সদস্য পদে ১৩ হাজার ৫২৮ জন প্রার্থী রয়েছেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //