সিলেট-৩ আসনে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

সিলেট-৩ আসনে জাতীয় সংসদের উপনির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকালে এ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন সিলেট নির্বাচন অফিস।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা. ইসরাইল হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়ছল কাদের প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন। 

প্রতীক বরাদ্দপ্রাপ্তদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া পেয়েছেন দলীয় প্রতীক ডাব ও সাবেক সংসদ সদস্য, সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত স্বতস্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী পেয়েছেন মোটরগাড়ি (কার)। 

এদিকে প্রতীক বরাদ্দের সময় অন্যরা উপস্থিত থাকলেও জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী নির্বাচন অফিসে উপস্থিত ছিলেন না। প্রতীক বরাদ্দের পর তাদের পক্ষের লোকজন বরাদ্দকৃত প্রতীক নিয়ে আসেন।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে, এবারের সিলেট-৩ আসনের উপনির্বাচনে মোট ৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। 

উল্লেখ্য, চলতি বছরের ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। এতে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরবর্তীতে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ জুলাই এ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সিলেট-৩ আসনে উপনির্বাচনে একজন নারীসহ মোট ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাই শেষে ২ জনের প্রার্থীতা বাতিল হয়। এ নির্বাচনে মোট ৪ জন চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার। ভোট কেন্দ্র ১৪৯টি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //