তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রার্থী ৫৩,৮০১ জন

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর। তৃতীয় ধাপে দেশের এক হাজার তিনটি ইউপিতে ৫৩ হাজার ৮০১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই ধাপে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার (২ নভেম্বর)।

আজ বুধবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনের যুগ্ন-সচিব এস এম আসাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, মাঠপর্যায় থেকে ইসি সচিবালয়ে আসা তথ্য থেকে জানা যায়- তৃতীয় দফার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ হাজার ২৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ২০টি রাজনৈতিক দলের ১ হাজার ৭৪৭টি এবং স্বতন্ত্র প্রার্থীদের ৩ হাজার ৫৩৮টি মনোনয়নপত্র রয়েছে। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১১ হাজার ৪৬৯ টি এবং সাধারণ সদস্য পদে ৩৭ হাজার ৪৭টি মনোনয়নপত্র জমা পড়ে।

দলীয় প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৯৮১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪৩৮, জাতীয় পার্টি ১৮৭, জাকের পার্টির ৬৪, জাতীয় সমাজতান্ত্রিক দল ২৫ জন প্রার্থী দিয়েছেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং এই ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। 

তৃতীয় ধাপে ৩১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপির নির্বাচন উপযোগী ইউপির ভোট ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়েছে ইসি।

প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮ ইউপিতে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //