রুমিন ফারহানার আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

একাদশ জাতীয় সংসদের নারীদের জন্য সংরক্ষিত শূন্য আসনে আগামী ২০ মার্চ উপনির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) এ তফসিল ঘোষণা করেছে ইসি। বিএনপির রুমিন ফারহানার পদত্যাগের পর শূন্য হওয়া সংরক্ষিত মহিলা আসন-৫০ এ এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। এবং ভোট ২০ মার্চ। 

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, দল ও জোটগতভাবে প্রার্থী দেওয়া যাবে এ উপনির্বাচনে। একক প্রার্থী হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। আর একাধিক প্রার্থী থাকলে ২০ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন ভবনে ভোট হবে। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেনকে। 

বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের পর শূন্য আসনের মধ্যে ছয়টিতে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন সম্পন্ন হয়েছে। 

উল্লেখ্য, বর্তমান জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //