বিএনপিকে সংলাপের আহ্বান জানানো হয়নি: সিইসি

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিকে কোনো সংলাপের আহ্বান জানানো হয়নি বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় কাজী হাবিবুল আউয়াল বলেন, বিএনপিকে ইসির পক্ষ থেকে অনানুষ্ঠানিক বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে। বিএনপি কোনো এজেন্ডা দিলে কমিশন ভেবে দেখবে। 

তিনি বলেন, ‘বিএনপিকে আমরা সংলাপের আহ্বান জানাইনি। অনানুষ্ঠানিক বৈঠকের জন্য তাদের চিঠি দেয়া হয়েছে। এই চিঠির সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। যদি কূটকৌশল হয়ে থাকে, তা হবে কমিশনের। তবে তা কমিশন করবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের আজ্ঞাবহ নই। বিএনপির মতো দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়। পত্রের বদলে পত্র চাই। বিএনপি আগাম কোনো এজেন্ডা দিলে কমিশন সেটা ভেবে দেখবে।’

প্রসঙ্গত, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীন বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে একাধিকবার দলের জ্যেষ্ঠ নেতারা ঘোষণা দিয়েছেন। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের সব ধরনের আমন্ত্রণ প্রত্যাখ্যানও করে আসছে বিএনপি। তবুও আগামী নির্বাচন ইস্যু নিয়ে আলোচনার জন্য গত বৃহস্পতিবার (২৩ মার্চ) বিএনপিকে চিঠি দিয়েছে ইসি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //