আলোচনার জন্য আরও ৮ দলকে ইসির আমন্ত্রণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য আরও আটটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দলগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।  

আমন্ত্রণ পাওয়া দলগুলো হলো– বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

এর আগে, গত বৃহস্পতিবার নির্বাচন নিয়ে অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দেয় ইসি। পরে দলটি সংবাদ সম্মেলন করে তা প্রত্যাখান করে। 

প্রসঙ্গত, আলোচনার জন্য আমন্ত্রণ জানানো আটটি দলই গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ইসির আনুষ্ঠানিক সংলাপ বর্জন করেছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //