গাজীপুরে আচরণবিধি লঙ্ঘনে আ.লীগের প্রার্থীকে শোকজ করবে ইসি

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি মেনে চলতে মন্ত্রিপরিষদ সচিবসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি দেবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।

এছাড়া গাজীপুর সিটির আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকেও মনোনয়ন জমা দেয়ার সময় আচরণবিধি না মানায় কারণ দর্শানোর চিঠি দেয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ রবিবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার জন্য বলা হয়েছে জানিয়ে ইসি বলেন, ‘মেনে চলতে তারা বাধ্য। আমরা কমিশন থেকে যেটা অনুরোধ করেছি, সবাই যেন বিধিমালা মেনে চলেন। এর পরও কারও কারও মধ্যে দেখা যাচ্ছে যে, কিছুটা হলেও কৌশল করে না মানার একটা প্রবণতা। সে ক্ষেত্রে বিভিন্ন ক্লিপস, গণমাধ্যমের সূত্রে আমাদের কাছে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে, কোনো কোনো প্রার্থী বা প্রার্থীর শুভাকাঙ্ক্ষিদের মধ্যে আচরণবিধি মানা না মানার প্রবণতা দেখছি।’

হাবিবুল আউয়াল কমিশন আজ এ নিয়ে আলোচনা বসেছিল জানিয়ে তিনি বলেন, ‘যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো, যারা সরকারে থাকেন, তারাই আচরণ বিধিমালা ভঙ্গ করে থাকেন। সরকারে যারা থাকেন, তারা আরও দায়িত্বশীল আচরণ করবেন বলে আমরা আশা করি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারি দলের দায়িত্বও অনেক বেশি। সে ক্ষেত্রে আমরা যেটা সিদ্ধান্ত দিয়েছি যে, কেবিনেট সেক্রেটারিকে আমরা একটা পত্র দেব, উনি যেন এটা যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য আছেন, তাদের যেন অন্তত অনুরোধ রাখেন। যেন এ ধরনের কোনো আচরণবিধিমালা ভঙ্গ না হয়। একইভাবে সরকারি দল যেহেতু আওয়ামী লীগ, এই দলের সাধারণ সম্পাদককেও আমরা চিঠি দিয়ে অনুরোধ করব, দলের যারা আছেন, তারা যেন আচরণবিধি মেনে চলেন, সে নির্দেশনা দেন।’

আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন করেছেন, ‘এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘প্রার্থীকে ইসির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। আজমত উল্লাহ সাহেবকে কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়েছে। কেন আচরণবিধি লঙ্ঘন করেছে, তার ব্যাখ্যা চাওয়াও হবে। কমিশনে এসে তাকে ব্যাখ্যা দিতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ করে চিঠি দেয়া হবে জানিয়ে মো. আলমগীর বলেন, ‘আমরা যেসব চিঠি জারি করি বা আইনে কী আছে, সেটা হয়তো ওইভাবে সবাই দেখেন না। এ জন্য এটা দেয়া হবে, যেন সবাইকে তিনি অবহিত করবেন। আজকেই চিঠি দেয়া হবে।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //