ফারুকের আসন শূন্য, ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন

সদ্য প্রয়াত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে এ আসনে উপ-নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ আগস্টের মধ্যে এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (১৮ মে) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেব নাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণার গেজেট আমরা সংসদ সচিবালয় থেকে পেয়েছি। নির্বাচনের জন্য ফাইল কমিশনের কাছে উপস্থাপন করা হয়েছে। এক্ষেত্রে নথিতেও ভোটের সিদ্ধান্ত আসতে পারে আবার কমিশন বৈঠকেও সিদ্ধান্ত হতে পারে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের জারি করা আসনটি শূন্য ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ০১ জ্যৈষ্ঠ ১৪৩০/১৫ মে, ২০২৩ তারিখ পূর্বাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

দীর্ঘদিন রক্তে সংক্রমণজনিত রোগে ভোগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন ফারুক।

প্রসঙ্গত, সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। গত ১৫ মে তিনি মৃত্যুবরণ করেছেন। এ হিসেবে আসনটিতে উপ-নির্বাচন করতে হবে আগামী ১২ আগস্টের মধ্যে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //