জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার তা‌গিদ ব্রিটিশ হাইকমিশনারের

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার তা‌গিদ দি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বুধবার (২১ জুন) রা‌তে ঢাকার এক‌টি হো‌টে‌লে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিবস অনুষ্ঠানে নির্বাচন ইস্যুতে একথা বলেন হাইক‌মিশনার সারাহ কুক।

ব্রিটিশ হাইক‌মিশনার ব‌লেন, বাংলাদেশ ও যুক্তরাজ্য জলবায়ু ঝুঁকি মোকাবিলা, বাণিজ্য, নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যুতে একযোগে কাজ করার পাশাপাশি দুই দেশের বাণিজ্য বাড়াতে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুবিধাও রয়েছে।

তিনি বলেন, ব্রিটেনের রাজার জন্মদিন পালন একটি আনন্দের মুহূর্ত। এই জন্মদিন উদযাপন ব্রিটেনের বহুমুখী সংস্কৃতির প্রতিফলন।

ব্রিটিশ হাইক‌শিনার ব‌লেন, যুক্তরাজ্য এবং বাংলাদেশ একটি শক্তিশালী অংশীদারিত্ব উপভোগ করছে। আমাদের দীর্ঘ দি‌নের বিভক্ত ইতিহাস দুই দে‌শের জনগ‌ণের যোগা‌যোগ ও বন্ধন‌কে আরও শ‌ক্তিশালী ক‌রে‌ছে।

এসময় তি‌নি বাংলাদেশে তরুণদের অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও জলবায়ু ন্যায়বিচার সমর্থনে তার দেশ অনুদান দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। । 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। 

তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেল থেকে ফেরার পথে যুক্তরাজ্যে যাত্রা বিরতি নিয়েছিলেন। আর সেসময় থেকেই যুক্তরাজ্যের সঙ্গে আমাদের গভীর সম্পর্কের সূচনা হয়। 

আগামী দিনগুলোতেও ব্রিটে‌নের স‌ঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বৃ‌দ্ধি হবে এই আশাবাদ ব‌্যক্ত করেন মন্ত্রী।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //