যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক টিমকে সবকিছু বোঝাতে পেরেছি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল জানিয়েছেন, মার্কিন নির্বাচন প্রাক পর্যবেক্ষণ দল আমাদের কাছে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে যেসব বিষয় জানতে চেয়েছেন আমরা তাদের সেসব বিষয়ে জানিয়েছি। এখন তারা এই বিষয়ে কী সিদ্ধান্ত নিবেন তা সম্পর্কে আমরা এই মুহূর্তে বলতে পারছি না।

নির্বাচনকে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং কিভাবে শান্তিপূর্ণ করা যায় সে বিষয়ে ইসির সাথে মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষণ দলের দেড় ঘণ্টা বৈঠক হয়। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।

তিনি বলেন, ভোটের সময় মার্কিন নির্বাচন প্রাক পর্যবেক্ষণ দল নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে কিনা তা, তারা ফিরে গিয়ে সিদ্ধান্ত নিবেন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুলসহ উপস্থিত ছিলেন ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //