অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় ৪০ মিনিটের ওই বৈঠকে নির্বাচনকালীন সময়ে আইনের প্রয়োগ কীভাবে হয়- তা জানতে চেয়েছে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। সেই সঙ্গে তারা নির্বাচন সংক্রান্ত বিরোধ কীভাবে নিষ্পত্তি করা হয়- তাও জানতে চেয়েছেন।
বৈঠক শেষে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘ওনারা (প্রতিনিধি দল) প্রায় ৪০ মিনিটের মতো ছিলেন।’
তারা আমাদের আইনগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। নির্বাচন সম্পর্কে যে আইনগুলো আছে, হাইকোর্টে কী ক্ষমতা আছে। ওনারা আরেকটা জিনিস জানতে চেয়েছেন যে, নির্বাচনকালীন যে সহিংসতা বা অন্য বিষয়গুলো কীভাবে অ্যাড্রেস করা হয়, এগুলোর আইন কী।
এ এম আমিন উদ্দিন বলেন, ‘প্রতিনিধি দলকে আমরা জানিয়েছি, আমাদের প্রতি জেলার জন্য একটা টিম থাকে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরেকটা টিম থাকে প্রতি উপজেলায়, তারা এগুলো দেখেন। তাদের এখতিয়ারটা কী, তারা কী করতে পারেন- এগুলো উদাহরণসহ বলেছি।’
নির্বাচন কমিশনের কী ক্ষমতা আছে সে বিষয়েও প্রতিনিধি দল জানতে চেয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা জানিয়েছি- ২০০১ এ বাংলাদেশে পোস্ট ইলেকশন ভায়োলেশন হয়েছিল। ওই সময় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হয়েছিল। পরবর্তীতে এ ধরনের আর কোনো ঘটনা ঘটেনি। তারা জানতে চেয়েছে- পোস্ট ইলেকশনের মামলাগুলো কীভাবে হয়, কারা ডিসিশন নেয়, এগুলোর প্রসিডিউরটা কী- এই জিনিসগুলো জানতে চেয়েছে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন কমনওয়েলথ নির্বাচন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh