দ্বাদশ সংসদ নির্বাচনে আসন প্রতি প্রার্থী গড়ে ৯ জন

বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০ আসনে মোট ২৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ৩২ নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৯৬৬ জন, বাকি ৭৪৭ জন স্বতন্ত্র প্রার্থী।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার সময় শেষ হয় গতকাল বৃহস্পতিবার (৩০ সভেম্বর) বিকালে। সারা দেশ থেকে আসা তথ্য সমন্বয় করে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজ শুক্রবার (১ ডিসেম্বর) মনোনয়ন জমার পরিসংখ্যান সাংবাদিকদের জানান।

এ পরিসংখ্যান অনুযায়ী, এবার মোট প্রার্থীর এক চতুর্থাংশই স্বতন্ত্র। আর প্রতি আসনে গড়ে প্রার্থী হয়েছেন ৯ জন।

রাজনৈতিক দল থেকে যত প্রার্থী

আওয়ামী লীগ ৩০৩ জন, জাতীয় পার্টি ৩০৪ জন, তৃণমূল বিএনপি ১৫১ জন, জাসদ ৯১ জন, ইসলামী ঐক্যজোট ৪৫ জন, জাকের পার্টি ২১৮ জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৩৯ জন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩ জন, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭ জন, গণফ্রন্ট ২৫ জন, গণফোরাম ৯ জন, জমিয়তে ইসলাম বাংলাদেশ ১ জন, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২ জন, বাংলাদেশ মুসলিম লীগ ২ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১৩ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭ জন, জাতীয় পার্টি (জেপি) ২০ জন, বাংলাদেশ সাম্যবাদী দল ৬ জন, গণতন্ত্রী পার্টি ১২ জন, বাংলাদেশ ন্যশনাল আওয়ামী পার্টি ৬ জন, বিকল্প ধারা বাংলাদেশ ১৪ জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১ জন, বাংলাদেশ জাতীয় পার্টি ১৩ জন, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিস ১ জন, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ৫ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৭৪ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)  ৫৫ জন, বাংলাদেশ কংগ্রেস ১১৬ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ৪৯ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৮২ জন ও স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন।

আওয়ামী লীগ প্রাথমিকভাবে ২৯৮টি আসনে দলের মনোনয়ন জমা দেয়। পরে ৫টি আসনে দুইটি করে মনোনয়ন জমা পড়ে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি মনোনয়ন জমা দেয় ২৮৬ টি আসনে। পরে ১৮টি আসনে দুইটি করে দলীয় মনোনয়ন জমা দেয়।

শুক্র থেকে সোমবার পর্যন্ত এসব মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চলবে ৫ থেকে ৯ ডিসেম্বর। সেগুলো নির্বাচন কমিশনে নিষ্পত্তি হবে ১০ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার আগে দলীয়ভাবে জানাতে হবে তাদের চূড়ান্ত প্রার্থী কারা। যেসব আসনে একাধিক মনোনয়ন এখন রয়েছে, সেখানে চূড়ান্ত প্রার্থী থাকবে, বাকিরা স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে যাবেন।

এরপর ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে জানা যাবে, কারা থাকছেন ৭ জানুয়ারি ভোটের লড়াইয়ে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //