সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকা উচিত নয়। অন্যদিকে, কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি বেআইনি ছিল। অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত।’
আজ শনিবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তারা।
নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে ২২টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব চেয়েছে সংস্কার কমিশন। অংশীজনদের সঙ্গে সংলাপও করছে। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে সংলাপ।
মত বিনিময়ে সংস্কার কমিশন জানায়, শুধু আগামী নির্বাচন নয়, স্থায়ী কাঠামো তৈরির কাজ চলছে। এসময়, আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বদিউল আলম মজুমদার।
নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘গোয়েন্দা বাহিনী যেসকল অপকর্ম করেছে এগুলো বেআইনি, গুরত্বর অপরাধ। এগুলোর বিচার পাওয়া দরকার, বিচার হওয়া উচিত ছিল তবে ভবিষ্যতে যাতে এটা বন্ধ হয় এ ব্যপারে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো, এবং প্রস্তাব করবো।’
সভায় জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে কোনও দলীয় প্রতীক না রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন।
নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হোক এটা আমরা চাই না। আরেকটা জিনিস স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বলতে পারি, স্থানীয় সরকার আইন যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু এক দিনে একই সময়ে সব জায়গায় নির্বাচন সম্ভব হবে না।’
জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে বলে জানায় কমিশন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সংস্কার কমিশন স্থানীয় নির্বাচন সরকার নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশন বদিউল আলম স্থানীয় সরকার
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh