নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম
আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম
আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ সোমবার (২ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
এর আগে বেলা ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ভোটার তালিকা হালনাগাদ ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ইসি সানাউল্লাহ বলেন, বাদ পড়া বিবেচনায় ভোটার তালিকা হালনাগাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সময় লাগবে অন্তত ৬ মাস।
আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান এই কমিশনার।
গত ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান (সিইসি) করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh