নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলো হলো ক্রয়/ভান্ডার/সিএন্ডএফ কর্মকর্তা, রসায়নবিদ এবং সহকারী নিরাপত্তা কর্মকর্তা/আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা।
আগামী ২৩ জানুয়ারি বিজ্ঞপ্তিতে অনুসারে, ক্রয়/ভান্ডার/সিএন্ডএফ কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সহকারী নিরাপত্তা কর্মকর্তা/আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি এবং রসায়নবিদ পদের পরীক্ষা ২৫-২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
রাজধানীর আবদুল গণি রোডের বিদ্যুৎ ভবনে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অনলাইন থেকে ডাউনলোড করা আবেদনপত্র ও প্রবেশপত্র সাথে আনতে হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র সঙ্গে আনতে হবে।
কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে বা পেশকৃত কাগজপত্রের সাথে অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে তথ্যের কোনো অমিল পাওয়া গেলে প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh