এসএসসি পাসে ২৭ হাজার বেতনে চাকরি

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৩ বছরের জন্য আউটসোর্সিংয়ের আওতায় অস্থায়ী ভিত্তিতে ১২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২৬ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: নিরাপত্তা পরিদর্শক। 

পদের সংখ্যা: ২। 

আবেদন যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন ন্যূনতম ৫৫ কেজি ও সর্বোচ্চ বিএমআই অনুযায়ী। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীকে ডেসকোর নিয়োগকৃত রিটেইনার চিকিৎসক কর্তৃক গৃহীত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেনা, নৌ, বিমান, বিজিবি, পুলিশ/কারারক্ষী এবং আনসার বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ন্যূনতম জেসিও পদমর্যাদার কর্মকর্তা অথবা স্বনামধন্য নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মকর্তা পদে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন।

আগের সার্ভিস রেকর্ড ভালো থাকতে হবে এবং এ-সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের সনদ দাখিল করতে হবে। নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ প্রদান এবং পরিচালনার যোগ্যতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স: ১৮ থেকে ৫৫ বছর (আবেদনের সময় বয়সসীমা ৪৭ বছর)।

বেতন: সাকল্যে মাসিক বেতন ২৭,০০০ টাকা।

পদের নাম: নিরাপত্তারক্ষী (পুরুষ)। 

পদের সংখ্যা: ১১০। 

আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ৫৫ কেজি ও সর্বোচ্চ বিএমআই অনুযায়ী। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীকে ডেসকোর নিয়োগকৃত রিটেইনার চিকিৎসক কর্তৃক গৃহীত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলায় পারদর্শী হতে হবে। 

বয়স: ১৮ থেকে ৫০ বছর (আবেদনের সময় বয়সসীমা ৩৫ বছর)। 

বেতন: সাকল্যে মাসিক বেতন ১৮,০০০ টাকা।

পদের নাম: নিরাপত্তারক্ষী (নারী)। 

পদ সংখ্যা: ১০। 

আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট, ওজন ন্যূনতম ৫০ কেজি ও সর্বোচ্চ বিএমআই অনুযায়ী। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীকে ডেসকোর নিয়োগকৃত রিটেইনার চিকিৎসক কর্তৃক গৃহীত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলায় পারদর্শী হতে হবে।

বয়স: ১৮ থেকে ৫০ বছর (আবেদনের সময় বয়সসীমা ৩৫ বছর)। 

বেতন: সাকল্যে মাসিক বেতন ১৮,০০০ টাকা।

আবেদন যেভাবে : আগ্রহীদের ডেসকোর ওয়েবসাইটে ‘অনলাইন আবেদন ফরম’ পূরণ করতে ক্লিক করুন এখানে

আবেদন ফি: ডেসকোর ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করে আবেদন ফি বাবদ ৫০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’–এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ জুন রাত ১২টা পর্যন্ত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //