প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নীলফামারীতে ডিভাইসসহ আটক ৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। 

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে  পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়।

সৈয়দপুর থানার পুলিশ জানিয়েছে, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজ এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তিন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিলেন। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাদের আটক করে কেন্দ্রসচিবকে অবগত করেন। পরে কেন্দ্রসচিব আটকদের পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত পুলিশের হাতে তুলে দেন। 

আটককৃত পরীক্ষার্থীরা হলেন— তমাল চন্দ্র (২৫), রাফিয়া আকতার (২৩) ও ওমর ফারুক (২৭)। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম কেন্দ্র থেকে তিন পরীক্ষার্থী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //