প্রতি বছর লাখ লাখ প্রতিযোগী যুক্ত হচ্ছেন চাকরির বাজারে। নিয়োগ পরীক্ষা দিতে দিতেই শেষ হয়ে যাচ্ছে তাদের চাকরিতে প্রবেশের বয়স। মিলছে না পছন্দমতো বেসরকারি চাকরিও। এত সব ঝামেলা এড়াতেই আজকালকার দিনে অনেকে উদ্যোক্তা হতে এবং কম পুঁজিতে ব্যবসা শুরু করতে চান। তাদের জন্যই এই প্রতিবেদনে কিছু লাভজনক ব্যবসার আইডিয়া তুলে ধরা হলো।
অনলাইন কাপড়ের ব্যবসা
অনলাইন কাপড় বিক্রি বর্তমানে জনপ্রিয় এবং লাভজনক একটি ব্যবসা। থোক বিক্রেতাদের থেকে কাপড় কিনে, অনলাইনে ফেসবুক পেজ বা ই-কমার্স সাইটে বিক্রি করা যায়। ট্রেন্ডি ও ডিজাইনার পোশাক বিক্রি করলে দ্রুত গ্রাহক আকর্ষণ সম্ভব এবং এতে বিনিয়োগও তুলনামূলক কম।
খাবারের হোম ডেলিভারি
কর্মব্যস্ততার যুগে বাড়িতে রোজ রান্না করার সুযোগ হয় না অনেকেরই, আবার প্রতিদিন হোটেলের খাবারও খেতে চান না। এই চাহিদা থেকেই শুরু খাবারের হোম ডেলিভারির ব্যবসা।
তাই যারা রান্নায় দক্ষ, অল্প পুঁজিতে হোমমেড ফুড ডেলিভারি ব্যবসা শুরু করতে পারেন। বাড়িতে রান্না করে পৌঁছে দিন বাড়ি কিংবা অফিসে, সময়মতো সুস্বাদু খাবার দিতে পারলে ব্যবসার অভাব হবে না।
বিউটিশিয়ান
উপযুক্ত দক্ষতা ও প্রশিক্ষণ থাকলে অল্প পুঁজিতে এই ব্যবসা করা সম্ভব। বাড়িতে গিয়ে মেকআপ, ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর, অয়েল ম্যাসাজ, ওয়্যাক্সিংয়ের মতো পরিষেবা দিন ক্রেতাকে। অনেকে বিউটি পার্লারে না গিয়ে বাড়িতেই এসব পরিষেবা পেতে পছন্দ করেন। পরিষেবার মান ভালো হলে লোকমুখেই প্রচার হবে।
ইউটিউব চ্যানেল
আয় করার একটি সহজ উপায় ইউটিউব চ্যানেল। শিক্ষামূলক থেকে রান্না শেখানো, লাইফ হ্যাকস থেকে ঘুরে বেড়ানো, যেকোনো বিষয় হতে পারে। চ্যানেলের ফলোয়ার বাড়াতে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। ভিডিওর যথেষ্ট ভিউ হলে বিজ্ঞাপন বাবদ টাকা পাবেন।
ফ্রিল্যান্সিং সেবা
কম খরচে শুরু করা যায় এমন এক ব্যবসা হলো ফ্রিল্যান্সিং। আপনার যদি লেখালেখি, গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টের মতো দক্ষতা থাকে, তবে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজের মাধ্যমে আয় করা যায়। এতে আপনার সময় ও দক্ষতাই মূল পুঁজি।
ফটোগ্রাফি ব্যবসা
ফটোগ্রাফি একটি চমৎকার ব্যবসার আইডিয়া হতে পারে। সে ক্ষেত্রে আপনার ফটোগ্রাফির প্রতি ঝোঁক থাকতে হবে। ফটোগ্রাফির দক্ষতার প্রচার করতে আপনাকে নিয়মিত ছবি ও পোস্ট শেয়ার করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভালো নেটওয়ার্কিং তৈরি হলে আপনি সহজেই আপনার বন্ধু, পরিবার ও সহকর্মীদের কাছ থেকে তাদের বিশেষ অনুষ্ঠানগুলোর ছবি তোলার অফার পেতে পারেন।
জুসবার
বাংলাদেশ একটি গ্রীষ্মপ্রধান দেশ এবং এ দেশের মানুষ ফলের রস খেতে পছন্দ করে। বিশেষ করে গ্রীষ্মের গরম আবহাওয়ায় এক গ্লাস ঠান্ডা ফলের রস তৃষ্ণা মেটানোর সঙ্গে সঙ্গে আপনাকে দেবে একটি স্নিগ্ধ, প্রশান্তিদায়ক অনুভূতি। তাই অল্প পুঁজিতে শুরু করার জন্য এটি একটি আদর্শ ব্যবসা।
মেহেদি ডিজাইনার
এই পেশায় সফল হতে প্রথমে মেহেদি ডিজাইন করার মৌলিক দক্ষতা অর্জন করা প্রয়োজন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের কাজের প্রচারণা করতে হবে। মেহেদি ডিজাইনারদের জন্য উৎসব, বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠানে ব্যাপক চাহিদা থাকে, যা তাদের ক্যারিয়ারে নতুন সুযোগ তৈরি করে।
হাতের তৈরি পণ্য
হাতে বানানো গয়না, মোমবাতি, গিফট বক্স ইত্যাদি পণ্যের চাহিদা সব সময়ই থাকে। যারা সৃজনশীল কাজে দক্ষ, সহজেই ঘরে বসে এই ধরনের পণ্য তৈরি করে অনলাইন বা স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh