রেলওয়ের ৫১৬ পদের এমসিকিউ পরীক্ষা বাতিল

বাংলাদেশ রেলওয়ের দশম গ্রেডের ১১ ক্যাটাগরির ৫১৬টি উপ-সহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় বাতিল করা হয়েছে। 

আজ সোমবার (২ ডিসেম্বর) বিকালে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।   

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জুলাই রেলপথ মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষাটি বাতিল করা হলো। আগামী ২০২৫ সালের মার্চে নতুন তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ এবং সময়সূচি পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট এবং গণমাধ্যমে জানানো হবে।

এটি ছিল ৫১৬টি উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য অনুষ্ঠিত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা। ৫ জুলাই অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। ৭ জুলাই রাতে টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়। পরদিন সিআইডি ৫ পিএসসি কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনকে গ্রেফতার করে।

পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইন সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রশ্নফাঁসের অভিযোগটি যদি আগে জানানো হতো, তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল। তবে পরীক্ষার দুই দিন পর অভিযোগ ওঠায় বিষয়টি নিশ্চিত হওয়ার সুযোগ ছিল না।

এর আগে ২০১৯ ও ২০২৩ সালে রেলওয়ের দশম গ্রেডের ১১ ক্যাটাগরির ৫১৬টি উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পৃথক ১১ ক্যাটাগরির উপসহকারী প্রকৌশলী পদে এ নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় আলোড়ন সৃষ্টি হয়।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh