চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর স্মরণে রুপালী গিটার স্থাপন

ব্যান্ড সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু স্মরণে চট্টগ্রামে স্থাপন করা হয়েছে প্রতীকী রুপালী গিটার। পরবর্তী প্রজম্মের কাছে তাকে তুলে ধরতে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর প্রবর্তক চত্বরে এ স্মৃতিচিহ্ন স্থাপিত হয়েছে। এর মধ্য দিয়ে আইয়ুব বাচ্চু আজীবন বেঁচে থাকবেন চট্টগ্রামবাসীর হৃদয়ে।

গানে নয়, ব্যান্ড সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর সত্যি সত্যি চলে যাওয়ার মাস এই অক্টোবর। জম্মস্থান চট্টগ্রামের মাটিতে মায়ের পাশে ঘুমিয়ে আছেন গিটারের এই জাদুকর।

১৮ই অক্টোবর মৃত্যুবার্ষিকীর আগেই গানের এই বরপুত্রকে স্মরণীয় করে রাখতে প্রবর্তক মোড়ে স্থাপিত হয়েছে ১৮ ফুট উচ্চতার এই প্রতীকী রূপালী গিটার।

গানে গানে এবি আজীবন বেঁচে থাকবেন শ্রোতাদের মনে। তাঁকে স্মরণীয় করে রাখতে রূপালি গিটার নির্মাণ চট্টগ্রামবাসীর জন্য অনেক বড় পাওয়া ও গর্বের বলে মনে করেন তার সহযোদ্ধারা।

চট্টগ্রামের সন্তান আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরবর্তী প্রজন্মের কাছে তাকে তুলে ধরতেই এ উদ্যোগ বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

যে শহরে গিটারের সুর তুলে রকস্টার হয়েছিলেন সেই চট্টগ্রামের মানুষের হৃদয়ে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন সবার প্রিয় এবি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //