প্রথম চুমু নিয়ে কী বললেন কঙ্গনা...

ঠোঁটকাটা বলে বহু দিন থেকেই বলিউডে জনপ্রিয় কঙ্গনা রানাওয়াত। যখনই মুখ খোলেন, তখনই তাঁর নামে ছড়িয়ে পড়ে নানা বিতর্ক। এবার সেরকমই এক কাণ্ড করলেন কঙ্গনা।

কঙ্গনা তাঁর প্রথম প্রেম সম্পর্কে বলেন, তখন আমার সতেরো বছর বয়স। আমার এক বন্ধুর সঙ্গে আমি ঘুরতে বেরিয়ে ছিলাম। সেখানেই বছর সাতাশের এক পাঞ্জাবী ছেলের সঙ্গে আলাপ হয় এবং তাঁর প্রেমে পড়ে যান। 

এদিকে প্রথমবার কঙ্গনাকে দেখে ওই ছেলেটি বলেছিলেন, ‘এ বাবা ! তুমি তো বাচ্চা।’ তাতে অবশ্য হার মানেননি অভিনেত্রী। সেই ব্যক্তিকে বারবার করে মেসেজ করে কঙ্গনা প্রমাণ করতে চাইতেন যে সে ছোট নয়। বলতেন, ‘একটা সুযোগ দাও, দেখো আমি ঠিক বড় হয়ে যাব।’


প্রথম চুমুর অভিজ্ঞতা  কেমন ছিল? ‘ইন্ডিয়া টুডে’র সংবাদ সম্মেলনে গিয়ে অভিনেত্রী জানান, একেবারেই সুখকর ছিল না সেই অভিজ্ঞতা। তিনি বলেন, “মুখ জমে গিয়েছিল। আমার তখনকার বয়ফ্রেন্ড বিরক্ত হয়ে বলেছিল, ‘আরে মুখটা একটু নাড়াও’। সে এক যাচ্ছেতাই অবস্থা।”

এ তো গেল প্রথম প্রেম। প্রথম ক্রাশ সম্পর্কেও মুখ খুলেছেন অভিনেত্রী। ওই অনুষ্ঠানে এসে কঙ্গনার বক্তব্য, ‘তখন ওই পনেরো কি ষোলো হবে। আমায় পড়াতে আসতেন একজন। আর তাকে দেখেই হার্টবিট বেড়ে যেত বেশ কয়েক গুণ।’

কঙ্গনা আরো যোগ করেন, ‘আমি তখন ক্লাস নাইনে। সেই সময় সালমান-ঐশ্বরিয়ার রোম্যান্টিক গান ‘চাঁদ ছুপা বাদল ম্যায়’ মুক্তি পেয়েছে। লাল ওড়না জড়িয়ে নিজের কল্পনায় স্যারকে হিরো ভেবে সেই গানের সঙ্গে নাচতাম।’


সংবাদ সম্মেলনে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, ‘যদি কোনো দিন ঘুম থেকে উঠে দেখেন আপনি হৃত্বিক রোশন হয়ে গিয়েছেন, তা হলে কী করবেন?" প্রশ্ন শুনেই থমথমে হয়ে যায় কঙ্গনার মুখ। তবে উত্তর যেন তৈরিই ছিল তাঁর, ‘হৃত্বিকের জায়গায় থাকলে আমি সবার আগে কঙ্গনার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতাম।’

পরোক্ষভাবে সালমান খানকেও এদিন আক্রমণ করতে ছাড়লেন না কঙ্গনা। যখন তাকে প্রশ্ন করা হল, সালমান হয়ে ঘুম থেকে উঠতেন তা হলে কী করতেন, কঙ্গনার অকপট উত্তর, ‘মিডিয়ার কান ধরে মলে দেব। কারণ সালমান খান করলে কেউ কিছু বলে না। আমি করলেই যত দোষ।’ -জি নিউজ

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //