‘মিস ওয়ার্ল্ড’ এ অংশ নিতে দেশ ছাড়লেন তোরসা

এবছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রামের কন্যা ফারহা নানজীবা তোরসা। নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনিই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল পর্বে লড়াই করবেন। এরই মধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। 

২০ নভেম্বর রাত ১টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেন তিনি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তোরসা।

এর আগে বুধবার দিবাগত রাতে তোরসাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বিদায় জানান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান। এসময় তোরসার মাথায় বাঁধা ছিলো বাংলাদেশের পতাকা।


চলতি বছর লন্ডন বসছে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের নিয়ে আসর ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। এবারের আসরে ১৭০টির বেশি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করবেন বাংলাদেশের তোরসা। আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৬৯তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান (গালা রাউন্ড)।

দেশ ছাড়ার আগে নানারকম সামাজিক কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে তোরসাকে। শিশু ও নারীদের উন্নয়নে বেশ কিছু সেমিনারে যোগ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ৩৭ হাজারের বেশি প্রতিযোগী টপকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ হয়েছেন রাফাহ নানজীবা তোরসা। গত ১১ অক্টোবর রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে ঝলমলে আয়োজনে বিজয়ীর মুকুট ওঠে তোরসার মাথায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //