হিরো আলমের বিরুদ্ধে মামলা

শুটিংয়ে টাকা না দিয়ে মারধর করার অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। জুনিয়র আর্টিস্ট নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশা বাদী হয়ে মামলা করেছেন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে  মামলাটি দায়ের করা হয়েছে। 

ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান বাদীর জবানবন্দি গ্রহণের পর তেজগাঁও থানা পুলিশকে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. মকিম মণ্ডল বলেন, মারধরসহ কয়েকটি অভিযোগে দণ্ডবিধির ৩২৩/৩২৫/৩৭৯ ও ৫০৬ ধারায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালত তেজগাঁও থানা পুলিশকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //